Look Before You Leap Completing Story | বাংলা অর্থসহ

Look Before You Leap Completing Story teaches us a lesson: we should always think carefully before making any decision or taking any action. The proverb “Look Before You Leap” means that acting without proper thought can bring danger. In today’s article, you get a complete story look before you leap with moral.

Look Before You Leap Completing Story

Once there was a crocodile who had four children. She wanted them to get a good education. So, she went to a fox and asked if he could teach her children. The fox gladly agreed. The crocodile left her children with him and returned to the river.

But the cunning fox liked to eat crocodile kids. So, he ate one of them. After a week, when the crocodile came to see her children, the fox cleverly showed one child twice to make it look like there were still four. He also said they were doing well.

The crocodile was pleased and went away. Every week, the fox ate one child and used the same trick. After eating the last one, he ran away. When the crocodile came again, she found no one there. Realizing the truth, she was heartbroken and left in deep sorrow.

Moral: Look Before You Leap.

You May Like: All That Glitters Is Not Gold Story

Look Before You Leap Completing Story Bangla

একবার এক কুমিরের চারটি বাচ্চা ছিল। সে চেয়েছিল তাদের ভালো শিক্ষা দেওয়া হোক। তাই, সে একটি শিয়ালের কাছে গেল এবং জিজ্ঞাসা করল যে সে কি তার বাচ্চাদের পড়াতে পারবে। শিয়াল খুশি মনে রাজি হয়ে গেল। কুমিরটি তার বাচ্চাদের তার কাছে রেখে নদীতে ফিরে গেল।

কিন্তু ধূর্ত শিয়াল কুমিরের বাচ্চা খেতে পছন্দ করত। তাই, সে তাদের মধ্যে একটি খেয়ে ফেলল। এক সপ্তাহ পর, যখন কুমিরটি তার বাচ্চাদের দেখতে আসে, তখন শিয়াল চালাকির সাথে দুবার একটি বাচ্চা দেখিয়ে বলে যেন এখনও চারটি বাচ্চা আছে। সে আরও বলে যে তারা ভালো আছে।

কুমিরটি খুশি হয়ে চলে গেল। প্রতি সপ্তাহে, শিয়াল একটি বাচ্চা খেয়ে ফেলত এবং একই কৌশল অবলম্বন করত। শেষ বাচ্চাটি খেয়ে সে পালিয়ে গেল। কুমিরটি আবার এলে, সে সেখানে কাউকে খুঁজে পেল না। সত্য বুঝতে পেরে, সে ভীষণ দুঃখে চলে গেল।

You May Like: Money Cannot Bring Happiness Story

Look Before You Leap Meaning in Bangla

Look Before You Leap একটি জনপ্রিয় ইংরেজি প্রবাদ, যার বাংলা অর্থ হলো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। এটি আমাদের শেখায় যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তার পরিণতি কী হবে তা ভালোভাবে ভাবা প্রয়োজন। যেন, তাড়াহুড়ো বা অযথা উত্তেজনায় ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়। এই প্রবাদটি আমাদের বুঝায় যে সাবধানে সিদ্ধান্ত নিলে বিপদ বা ক্ষতি এড়ানো সম্ভব।

You May Like: A Little Learning is a Dangerous Thing Completing Story

Leave a Comment