Two Rats and the Monkey Story (বাংলা অর্থসহ) For Class 6 To 10

Two Rats and the Monkey Story, Learn an important lesson about greed and fairness from the story of two rats who ask a clever monkey to help them share a stolen piece of cake. Don’t miss this great moral story for student class 6 to 10.

Two Rats and the Monkey Story

One day, two rats found a soft piece of bread in a house. They were excited but had a problem—they couldn’t agree on how to divide it equally. Both rats wanted the bigger piece, and neither was willing to compromise. They started arguing and even fought over the bread.

Since they couldn’t solve the problem on their own, they decided to ask a monkey for help. The monkey was known as the wisest and cleverest animal in the forest, so the rats thought he would be fair. They asked the monkey to divide the bread equally between them.

The monkey agreed and promised to help. But instead of dividing the bread equally, the monkey cut one piece bigger than the other. To fix this, the monkey took a bite from the bigger piece, but then the other piece became larger. So, he took a bite from another one too. The monkey kept doing this—taking small bites from both sides to make them equal.

📢 আরও পড়ুন: Congratulation on Brilliant Success Email

As the monkey ate more and more, the bread kept getting smaller. The two rats soon realized what was happening. They had trusted the monkey, but now they were losing all their bread. The rats asked the monkey to stop and give them whatever was left. But the monkey, being clever and greedy, told them that the rest of the bread was his payment for dividing it.

Also Read: A Greedy Dog Story (বাংলা অর্থসহ) 2024

In the end, the two rats were left with nothing and learned a hard lesson.

Two Rats and the Monkey Story Moral

If you are too greedy and want more than you need, you might lose everything.

Two Rats and the Monkey Story Bangla

একদিন, দুই ইঁদুর একটি বাড়ি থেকে নরম রুটির একটি টুকরো পেল। তারা খুব খুশি হয়েছিল, কিন্তু সমস্যায় পড়ল—তারা রুটিটা সমানভাবে ভাগ করতে পারছিল না। দুই ইঁদুরই বড় টুকরোটি নিতে চাইছিল, আর কেউই ছাড় দিতে চাইছিল না। তাই তারা ঝগড়া করতে শুরু করল।

সমস্যার সমাধান করতে না পেরে, তারা বানরের কাছে গেল। বনরের মধ্যে বানরকে সবচেয়ে বুদ্ধিমান বলা হতো, তাই ইঁদুররা ভেবেছিল সে ন্যায্য বিচার করবে। তারা বানরকে বলল যেন রুটি সমানভাবে ভাগ করে দেয়।

বানর রাজি হলো, কিন্তু সে চালাকি করল। সে রুটিটা এমনভাবে ভাগ করল যে, এক টুকরো বড় আর এক টুকরো ছোট হলো। বড় টুকরো সমান করতে বানর একটু কামড় খেল। এরপর ছোট টুকরোটা বড় হয়ে গেল, তাই সে আবার কামড় খেল। এভাবে সে বারবার কামড় খেতে থাকল, আর রুটিটা ছোট হতে লাগল।

অবশেষে, দুই ইঁদুর বুঝতে পারল যে বানর তাদের ঠকাচ্ছে। তারা বানরকে অনুরোধ করল যেন সে থামে এবং যা বাকি আছে তা তাদের দিয়ে দেয়। কিন্তু চালাক বানর বলল, এখন বাকি রুটির অংশ তার মজুরি হিসেবে সে নিবে।

ফলাফল হলো, দুই ইঁদুর কিছুই পেল না এবং তারা শিখল যে খুব বেশি লোভ করলে সবকিছুই হারাতে হয়।

6 thoughts on “Two Rats and the Monkey Story (বাংলা অর্থসহ) For Class 6 To 10”

  1. It is very much Popular. I love thos story.😇😇😇😇😇😇🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    Reply
  2. It is very much Popular. I love thos story.😇😇😇😇😇😇🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    Reply

Leave a Comment