বিচার এবং ন্যায়বিচার আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। The Justice of Quazi Complete Story এক কাসিম নামে ক্বাজির ন্যায়পরায়ণতা এবং সৎ বিচার করার ক্ষমতার গল্প। এই গল্প থেকে আমরা জানতে পারব কিভাবে একজন বিচক্ষণ ক্বাজি সঠিক বিচার করে সমাজে শান্তি ও সম্মান বজায় রাখেন। ক্লাস ৬ থেকে HSC পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় এই গল্পটি উপস্থাপন করা হয়েছে, যাতে সবাই সহজে বুঝতে পারে এবং ন্যায়ের মূল্য সম্পর্কে শিখতে পারে।
The Justice of Quazi Complete Story
Once, Gias Uddin Azam Shah, the ruler of Bengal, went hunting in a nearby forest. He was a kind and just king, known for his fairness. While hunting, he aimed his arrow at a young deer. But the arrow missed and accidentally struck a boy who was standing nearby. Sadly, the boy died on the spot.
The boy was the only son of a poor widow. She was heartbroken and devastated. Seeking justice, she went to the Quazi’s court and pleaded for help.
The Quazi, known for his honesty and courage, decided to take the case seriously. He sent a summons to the king himself, asking him to appear before the court. Everyone was surprised — a judge calling the ruler? But the Quazi believed that justice must be equal for all, even for a king.
To everyone’s amazement, Gias Uddin Azam Shah appeared before the Quazi and admitted his mistake. The Quazi passed his judgment: the king must pay full compensation to the widow for her loss. The king accepted the verdict with respect and paid the amount without hesitation.
After the judgment, the king drew his sword and said to the Quazi,
If you had feared me and failed to deliver justice, I would have punished you with this sword.
The Quazi calmly raised his cane and replied,
And if you had disobeyed my verdict, I would have punished you with this cane.
Hearing this brave and honest reply, the king smiled. He was deeply impressed by the Quazi’s courage and sense of justice. From that day, the two men developed a strong bond of friendship and mutual respect.
The Justice of Quazi Complete Story Moral: Justice must be fair, fearless, and equal for all — no matter how powerful the person is.
The Justice of Quazi Complete Story Bangla
গিয়াস উদ্দিন আজম শাহ বাংলার একজন মহান শাসক ছিলেন। তিনি দয়ালু ও ন্যায়পরায়ণ হিসেবে পরিচিত ছিলেন। একদিন তিনি কাছের একটি জঙ্গলে শিকারে গিয়েছিলেন। তিনি একটি হরিণশিশুকে লক্ষ্য করে তীর ছোঁড়েন। কিন্তু তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি ছেলেকে বিদ্ধ করে। ছেলেটি সাথে সাথেই মারা যায়।
ছেলেটি ছিল একজন গরিব বিধবার একমাত্র সন্তান। বিধবাটি দারুণভাবে শোকাহত হন। তিনি কাজীর আদালতে গিয়ে বিচার প্রার্থনা করেন। কাজী ছিলেন সৎ ও সাহসী একজন বিচারক। তিনি রাজাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় সবাই অবাক হয় — একজন বিচারক কি না রাজাকে তলব করেছেন!
কিন্তু কাজী বিশ্বাস করতেন যে, ন্যায়বিচার সবার জন্য সমান। রাজা গিয়াস উদ্দিন আজম শাহ আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। কাজী রায় দেন — বিধবাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। রাজা বিনা দ্বিধায় ক্ষতিপূরণ পরিশোধ করেন। রায় দেওয়ার পর, রাজা তরবারি বের করে বললেন,
তুমি যদি আমার ভয়ে ন্যায়বিচার না করতে, আমি তোমাকে এই তরবারি দিয়ে শাস্তি দিতাম। তখন কাজী শান্তভাবে বেত তুলে বললেন, আর আপনি যদি আমার রায় অমান্য করতেন, আমি আপনাকে এই বেত দিয়ে শাস্তি দিতাম।
রাজা এই সাহসী ও সৎ উত্তরে খুশি হন। তিনি কাজীর ন্যায়বোধে মুগ্ধ হয়ে যান। সেই দিন থেকে তারা একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও বন্ধুত্ব গড়ে তোলেন।
Also Read: Androcles and the Lion Completing Story