If you are searching for a Thanking for Hospitality Letter, then you have come to the right place. Here we provide a well-written Hospitality letter. So students from all classes can benefit from this letter.
Now, write a letter to your friend thanking him for his hospitality.
Imagine you are Anwar/Anwara of College Road, Rajshahi, and recently you have visited your friend Yeamin’s house at the Asian Highway, Chattogram. You have been very much charmed by the warm hospitality of your friend.
Thanking For Hospitality Letter
College Road, Rajshahi
June 07, 2025
Dear Yeamin,
How are you? At first, accept my hearty thanks. I reached home last night safely. I shall never forget the memories of the five happy days that I spent with your family. Indeed, every moment I felt at home. I cannot forget your mother’s love and affection.
I can not forget the delicious cakes your mother had prepared. Your father also showed me affection in so many ways. The memory of this short stay will remain ever fresh in my mind. Let me express my sincerest and heartfelt thanks to all of you for your kind hospitality.
No more today. Convey my compliments to your parents and love to your brothers and
sisters.
Sincerely yours,
Anwar
From:
Anwar
College Road, Rajshahi
To:
Yeamin
Asian Highway, Chattogram
Thanking for Hospitality Letter বাংলা অনুবাদ
কলেজ রোড, রাজশাহী
৭ জুন, ২০২৫
প্রিয় ইয়ামিন
কেমন আছো? প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা গ্রহণ করো। গত রাতে আমি নিরাপদে বাড়ি পৌঁছেছি। তোমার পরিবারের সাথে কাটানো পাঁচটি আনন্দের দিনের স্মৃতি আমি কখনো ভুলব না প্রকৃতপক্ষে, প্রতিটি মুহূর্ত আমি যেন আমার নিজের বাড়িতেই ছিলাম মনে হয়। তোমার মায়ের ভালোবাসা এবং স্নেহ আমি ভুলতে পারি না।
তোমার মা যে সুস্বাদু কেক তৈরি করেছিলেন তা আমি ভুলতে পারি না। তোমার বাবাও আমাকে নানাভাবে স্নেহ দেখিয়েছিলেন। এই সংক্ষিপ্ত থাকার স্মৃতি আমার মনে চিরকাল তাজা থাকবে। তোমাদের সকলের প্রতি তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
আজ আর নয়। তোমার বাবা-মাকে আমার শুভেচ্ছা এবং তোমার ভাই-বোনদের প্রতি ভালোবাসা।
তোমার বন্ধু,
আনোয়ার
প্রেরক:
আনোয়ার
কলেজ রোড, রাজশাহী
প্রাপক:
ইয়ামিন
এশিয়ান হাইওয়ে, চট্টগ্রাম
You May Like: Importance of Reading Newspaper Letter