Write a Bad Effects of Smoking Letter to Your Friend | For Class 6 to HSC

Write a bad effects of smoking letter to your friend — this is a common question in school and college exams. Smoking is a harmful habit that affects many young people.

As students, we should know its dangers and help our friends understand why they should avoid it. Here is a simple letter about the bad effects of smoking that will help you score good marks in the exam.

Bad Effects of Smoking Letter

16 March, 2025
Shibchar, Madaripur
Dear Sohel,

At first, take my love. I came to know that you have become a chain smoker. It is very sad news. In this letter, I will describe to you the bad effects of smoking.

Smoking is a bad habit. It is injurious to health. Smoking causes cancer, bronchitis, heart disease, and many other diseases. Smoking leads one to the door of death. A smoker not only damages their health but also pollutes the environment. The people who come to him feel a very bad smell from his body. Everyone hates a smoker.

No more today. Convey my regards to parents and love to the younger.

Your Friend,
Masum

bad effects of smoking letter

Bad Effects of Smoking Letter (বাংলা অনুবাদ)

১৬ মার্চ, ২০২৫
শিবচর, মাদারীপুর

প্রিয় সোহেল,

আশা করি, সর্বশক্তিমান আল্লাহর রহমতে তুমি ভালো আছো। আমিও ভালো আছি। গতকাল বাবার কাছে একটি চিঠি পেয়েছি এবং জানতে পেরেছি যে তুমি ধূমপানে আসক্ত হয়ে পড়েছো। এই খবর পেয়ে আমি খুবই চিন্তিত হয়েছি।

তুমি হয়তো জানো না, ধূমপান একটি মারাত্মক ক্ষতিকর অভ্যাস। এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ধূমপানের ফলে ক্যান্সার, ব্রঙ্কাইটিস, হার্টের অসুখসহ অনেক মারাত্মক রোগ হয়। এটি ধীরে ধীরে ফুসফুস নষ্ট করে দেয়। ধূমপানের কারণে একজন মানুষ তার জীবনের মূল্যবান সময়, অর্থ এবং স্বাস্থ্য হারায়।

এমনকি এটি ধীরে ধীরে মৃত্যু ডেকে আনে। ধূমপায়ীর শরীর থেকে বাজে গন্ধ বের হয়, যা অন্যদের বিরক্ত করে। সমাজে একজন ধূমপায়ীকে কেউ পছন্দ করে না। বন্ধু, তুমি অনেক মেধাবী ও ভদ্র ছেলে। দয়া করে এই খারাপ অভ্যাসটি এখনই ত্যাগ করো। নিজের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নাও।

আজ এই পর্যন্তই। তোমার বাবা-মায়ের প্রতি আমার সালাম এবং ছোট ভাইটির প্রতি ভালোবাসা জানিও।

তোমার বন্ধু,
মাসুম

You may Like: Annual Prize Giving Ceremony Letter

Leave a Comment