A Happy Cobbler Story Bangla Meaning For Class 6 To 10 & HSC

In a happy cobbler story, a joyful cobbler makes shoes and sings daily. He believes true happiness comes from being content, not from money. After worrying about a large sum given by a banker,

he returns it and enjoys his simple life. This story is also available in Bangla Meaning and for Class 6 To 10 and HSC.

A Happy Cobbler Story

Once upon a time, there was a cheerful cobbler who spent his days making shoes and singing while he worked. He believed that true happiness wasn’t about how much money you had but about being content with what you already had.

One day, his wealthy neighbor, a banker, struck up a conversation. Curious, the banker asked, How much do you earn?

The cobbler smiled and replied, Just enough to get by each day.

📢 আরও পড়ুন: Road Accident Paragraph

Feeling sorry for him, the banker decided to help. He handed the cobbler a thousand pounds and said, Save this for your future.

At first, the cobbler was thrilled. But as days passed, he found himself growing restless. He hid the money in his house, but every creak or whisper made him think a thief might be lurking. Night after night, he tossed and turned, unable to sleep. He even stopped singing at work, too preoccupied with worrying about his hidden treasure.

Finally, the cobbler had enough. He realized the money, meant to bring him security, was only making him miserable. So, he returned the thousand pounds to the banker with a grateful heart and went back to his simple, joyful life.

Once again, the cobbler sang as he worked, feeling light and free. He had learned an important lesson: true happiness isn’t found in wealth but in finding peace and contentment in life’s simple joys.

Also Read: Dress Doesn’t Make a Man Great Story

A Happy Cobbler Story Bangla Meaning

এক ছিল মুচি। খুবই সাদাসিধে মানুষ। সারাদিন জুতো বানাতো, আর কাজ করতে করতে গুনগুন করে গান গাইত। তার জীবনে টাকা-পয়সার কোনো বিশেষ জায়গা ছিল না। সে মনে করত, সুখ মানে নিজের যা আছে তা নিয়ে খুশি থাকা।

তার প্রতিবেশী ছিল এক ধনী ব্যাংকার। একদিন তিনি এসে বললেন, “তোমার আয়-রোজগার কেমন?”
মুচি হেসে বলল, “আমার যা পাই, তাই দিয়ে ভালোভাবেই চলে যায়। বেশি টাকা-পয়সার চিন্তা করি না।”

ব্যাংকার ভাবলেন, মুচি তো একেবারে গরিব। তার কিছু সাহায্য করা উচিত। তাই তিনি একদিন মুচিকে এক হাজার টাকা দিলেন আর বললেন, “এই টাকা জমিয়ে রাখো। ভবিষ্যতে কাজে লাগবে।”

মুচি এত টাকা দেখে প্রথমে খুব খুশি হল। কিন্তু তারপর থেকেই শুরু হলো ঝামেলা। সারাক্ষণ চিন্তা—এই টাকা কোথায় রাখলে নিরাপদ হবে! সে ঘরের মাটির নিচে টাকা লুকিয়ে রাখল। কিন্তু তার শান্তি যেন পুরো উধাও হয়ে গেল। রাতের বেলা ঘুম আসত না, মনে হতো কেউ বুঝি চুরি করে নিয়ে যাবে।

এরপর থেকে তার দিনগুলোও অশান্তিতে কাটতে লাগল। টাকার চিন্তায় কাজের আনন্দ হারিয়ে গেল, গান গাওয়া বন্ধ হয়ে গেল।

একদিন সে আর সহ্য করতে পারল না। টাকাটা হাতে নিয়ে সোজা ব্যাংকারের কাছে গেল। হাসিমুখে বলল, আপনার এই টাকাটা আপনি ফেরত নিন। আমার আগের জীবনটাই অনেক বেশি ভালো ছিল।

টাকা ফেরত দিয়ে মুচি আবার তার পুরনো জীবনে ফিরে গেল। দিনভর কাজ করল, গান গাইল আর খুশি মনে দিন কাটাল।

এই গল্প আমাদের শেখায়, সুখ আসলে টাকায় নয়, মনের শান্তি আর নিজের জীবনের প্রতি সন্তুষ্টিতেই লুকিয়ে।

A Happy Cobbler Story For Class 6, 7, 8, 9, 10 & HSC

Meet the cheerful cobbler—a man who spent his days making shoes and singing his heart out. He believed that true happiness wasn’t about how much money you had but about finding joy in life’s little moments.

One day, a wealthy banker decided to help him by giving him a large sum of money to save for the future. At first, the cobbler was thrilled! But soon, his peace of mind disappeared. Worrying about thieves and the safety of his money kept him awake at night and distracted during the day.

Realizing that the money was causing him more stress than happiness, he returned it to the banker. With the weight lifted, he went back to his simple, carefree life of making shoes and singing.

This inspiring story reminds us that contentment, not wealth, is the real key to happiness.

Leave a Comment