A Wonderful Goose Completing Story | বাংলা অর্থসহ

If you’re searching for A Wonderful Goose Completing Story, then you’ve come to the right place. Here we’ve shared Completing Story on A Wonderful Goose . So student from all classes can get benefit from these.

A Wonderful Goose Completing Story

Once there lived a poor man in a village. He had a peculiar goose that laid a golden egg every day. The poor man earned his livelihood by selling the golden eggs in the nearby market. The man was very greedy. He thought that the goose laid only one egg a day.

So it would take a lot of time for him to be rich. He thought that if he cut the goose, he would get all the eggs at a time. And in this way, he would be rich overnight. So he told his plan to his wife. His wife was a wise woman, and she was not greedy. So she requested her husband not to do so.

But the man did not pay heed to his wife. Finally, he cut its stomach with a sharp knife. But alas! There was no egg in it. The man was sorry. His wife also scolded him. She said, “You are foolish but greedy. So you have lost all.”

Moral: A greedy person is never happy.

You May Like: A Greedy Dog Completing Story

A Wonderful Goose Complete Story in Bangla

একদা এক গ্রামে এক দরিদ্র লোক বাস করত। তার একটি অদ্ভুত হাঁস ছিল যে প্রতিদিন একটি সোনার ডিম দিত। দরিদ্র লোকটি কাছের বাজারে সোনার ডিম বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। লোকটি খুবই লোভী ছিল। সে ভাবত যে হাঁসটি দিনে মাত্র একটি ডিম পাড়ে।

তাই ধনী হতে তার অনেক সময় লাগবে। সে ভাবল যে যদি সে হাঁসটি কেটে ফেলে, তাহলে সে একবারে সব ডিম পাবে। আর এইভাবে, সে রাতারাতি ধনী হয়ে যাবে। তাই সে তার স্ত্রীকে তার পরিকল্পনাটি বলল। তার স্ত্রী একজন জ্ঞানী মহিলা ছিলেন, এবং তিনি লোভী ছিলেন না। তাই তিনি তার স্বামীকে অনুরোধ করলেন যেন তা না করেন।

কিন্তু লোকটি তার স্ত্রীর কথা শোনেনি। অবশেষে, সে ধারালো ছুরি দিয়ে তার পেট কেটে ফেলে। কিন্তু হায়! তাতে কোনও ডিম ছিল না। লোকটি দুঃখিত হয়েছিল। তার স্ত্রীও তাকে ধমক দিয়েছিল। সে বলল, “তুমি বোকা কিন্তু লোভী। তাই তুমি সব হারিয়ে ফেলেছ।”

You May Like: Two Rats and the Monkey Completing Story

2 thoughts on “A Wonderful Goose Completing Story | বাংলা অর্থসহ”

Leave a Comment