ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা আমরা সবাই জানি। তবে শুধু জানলেই হবে না, প্রয়োজনে অন্যদেরও সচেতন করতে হবে। অনেক সময় বন্ধু, ভাই-বোন বা পরিচিত কেউ ধূমপান শুরু করলে তাকে বুঝিয়ে বলা দরকার। সরাসরি বললে অনেক সময় সে মনোযোগ না-ও দিতে পারে। তাই, সুন্দরভাবে বোঝাতে হলে একটা ছোট ইমেইলই যথেষ্ট হতে পারে।
এই ব্লগ পোস্টে আপনি পারবেন bad effects of smoking email যেটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং আপনি চাইলে সেটি ব্যবহার বা পরিবর্তন করে নিজের মতো করে পাঠাতে পারবেন।
Bad Effects of Smoking Email
From: toiyebur83@gmail.com
To: shoyeb731@gmail.com
Date: 26 May 2025
Sub: Bad effects of smoking.
Dear Shoyeb,
At first, take my salam. I hope you are well. I am also fine by the grace of Allah. However, I am very sorry to know that you have become involved in smoking. It causes many kinds of fatal diseases like heart disease, cancer, Chest infection, etc. Smoking kills a man slowly. So you should give up smoking as soon as possible.
No more today. Take care of your health, with best wishes to you.
Yours ever,
Toiyebur
Short Email Bad Effects of Smoking
From: saju193@gmail.com
Το: shamim586@gmail.com
Date: 26 March 2025
Subject: Bad effects of smoking.
Dear Shamim,
I am sorry to know that you have been addicted to smoking recently. You know that smoking is a bad habit. It does a lot of harm. It causes cancer, heart attack, Lung infection, and other fatal diseases. So, you should give up smoking.
Yours ever,
Saju
উপসংহার
ধূমপানের ক্ষতি সম্পর্কে ইমেইল লেখা খুবই গুরুত্বপূর্ণ। এতে যেমন দরকার সঠিক তথ্য, তেমনি দরকার যত্ন ও ভালোবাসা। আপনি যদি সুন্দরভাবে ইমেইল লিখেন, তাহলে আপনার বন্ধু ধূমপান ত্যাগ করার কথা ভাবতে পারে। মনে রাখবেন, একটি ছোট ইমেইলও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আজকে এই পর্যন্তই নিয়মিত এমন পোষ্ট পেতে আমাদের সাইট টি ভিজিট করুন। ধন্যবাদ
You may Like: Grasp All Lose All Completing Story