Write a Preparation for SSC Examination Email | বাংলা অর্থসহ

এসএসসি পরীক্ষা! বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি এবং একটি কার্যকর পরিকল্পনা। আর এই প্রস্তুতির ক্ষেত্রে ইমেইলের ব্যবহার হতে পারে একটি শক্তিশালী হাতিয়ার।

কিন্তু কিভাবে প্রস্তুতি নেওয়ার জন্য একটি কার্যকরী আর সুন্দর Preparation for SSC Examination Email লিখতে হয়? চলুন, আজ আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি

Preparation for SSC Examination Email

From: Sojib24@gmail.com
To: kader56@gmail.com
Date: 26 January 2025,
Sub: Preparation for SSC examination

Dear Father,

I hope you are fine. I am very happy to receive your Email. In your Email, you wanted to know about preparation for the SSC Examination. Now I am writing you about it. Our S.S.C. Examination will begin on the 2nd April, 2025. Now I revise them regularly and solve test papers.

I have also made a study routine to follow every day. My preparation in English and Science is quite good. I’m giving extra time to Math and Bangla to do better. I also attend all the classes and take help from teachers when needed.

I hope to do well in the SSC examination. Please keep me in your prayers so that I can get a good result and make you proud.

No more today. Take care of yourself. I’ll write again soon.

Your Evey,
Sojib

You May Like: Thanking for Birthday Gift Email

Preparation for SSC Examination Email | বাংলা অর্থসহ

প্রেরক: Sojib24@gmail.com
প্রাপক: kader56@gmail.com
তারিখ: ২৬ জানুয়ারি ২০২৫
বিষয়: এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় বাবা,

আশা করি আপনি ভালো আছেন। আপনার ইমেইল পেয়ে আমি খুব খুশি হয়েছি। আপনার ইমেইলে আপনি জানতে চেয়েছিলেন এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। তাই এখন আমি আপনাকে সেটাই লিখছি। আমাদের এসএসসি পরীক্ষা ২ এপ্রিল, ২০২৫ থেকে শুরু হবে। আমি এখন নিয়মিত পড়াশোনা করছি এবং পুরনো প্রশ্নপত্রগুলো সমাধান করছি।

আমি প্রতিদিনের জন্য একটি পড়াশোনার সময়সূচিও তৈরি করেছি। ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি ভালো চলছে। গণিত এবং বাংলায় আরও ভালো করার জন্য আমি বেশি সময় দিচ্ছি। আমি সব ক্লাসে উপস্থিত থাকি এবং প্রয়োজনে শিক্ষক থেকে সাহায্য নিচ্ছি।

আমি আশা করছি এসএসসি পরীক্ষায় ভালো ফল করব। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন যেন আমি ভালো রেজাল্ট পেতে পারি এবং আপনাকে গর্বিত করতে পারি।

এখন আর বেশি লিখছি না। আপনার খেয়াল রাখবেন। আমি আবার শীঘ্রই লিখবো।

আপনার সন্তান,
সজীব

Preparation for JSC Exam Email

From: Rakib365@gmail.com
To: Shakib896@gmail.com
Date: 25 April 2025
Subject: Preparation for JSC Exam

Dear Shakib,

Hope you are fine. You will be very happy to know that my preparation for the JSC exam is very good. I have prepared myself for the JSC Exam 2025. I am sure that I will get very good marks in the exam. I have revised them many times, and I hope to score specific marks in all subjects.

Your dear friend,
Rakib

Preparation for HSC Exam Email

From: rony86@gmail.com
To: abdul76@gmail.com
Date: May 15, 2025
Subject: Preparation for HSC Exam

Dear Father,

I hope you are well by the grace of Allah. I am also doing fine and busy with my studies. As the HSC examination is coming near, I am trying my best to prepare well. I have finished the important chapters of all subjects, and now I revise them every day.

I also practice questions from model test papers and previous board exams. My English and ICT preparation is good. I am giving more time to Accounting and Bangla because I want to improve in those.

In Sha Allah, I hope to do well in the HSC exam. Please keep me in your prayers so I can make you proud by getting a good GPA.

No more today. Please take care of your health. I’ll write again soon.

Your loving son,
Rony

আশা করি এই ব্লগ পোস্টটি আপনার এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে আপনাকে অনেক হেল্প করবে । আপনার পরীক্ষা সুন্দর হোক, এই শুভকামনা রইল। কোনো প্রশ্ন থাকলে, নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আর পোষ্ট টি ভালো লাগলে সেয়ার করতে পারেন নিয়মিত বিভিন্ন ধরনের ইমেইল ফর্মেট পেতে আমাদের সাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ

You May Like: Thanking For Hospitality Email

Leave a Comment